মেয়ে পক্ষের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন                                                                                                  

মেয়ে পক্ষ বিয়ের দিন যে দাওয়াতের আয়োজন করে তাতে অংশগ্রহণ করা যাবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

দাওয়াত কবুল করা সুন্নত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ

‘পাঁচটি বিষয় মুসলিমের জন্য তার ভাইয়ের ব্যাপারে ওয়াজিব: ১. সালামের জবাব দেওয়া, ২. হাঁচিদাতাকে (তার আলহামদু লিল্লাহ বলার জবাবে) রহমতের দোয়া করা, ৩. দাওয়াত কবুল করা, ৪. অসুস্থকে দেখতে যাওয়া এবং ৫. জানাযার সাথে গমন করা।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৪৬৫]

তবে বর্তমানে মেয়ে পক্ষের উপর দাওয়াতের আয়োজন করার জন্য যে চাপ প্রয়োগ করা হয়, শরিয়তের দৃষ্টিতে তা সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েয।

কিন্তু যদি মেয়ে পক্ষ সন্তুষ্টচিত্তে দাওয়াতের আয়োজন করে তাহলে উক্ত দাওয়াতে অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/21200/article-details.html