মায়ের ওয়াদা পূরণ করা কি তার সাথে সদাচারের অন্তর্ভুক্ত

প্রশ্ন                                                                                                  

মা মারা যাওয়ার পর তার ওয়াদা পূরণ করলে তা মার প্রতি সদাচরণের অন্তর্ভুক্ত হবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জ্বি, মা মারা যাওয়ার পর তার ওয়াদা পূরণ করলে তা তার প্রতি সদাচরণের অন্তর্ভুক্ত হবে। হাদিস শরিফে এসেছে,

‘আবু উসাইদ মালিক ইবনে রবী’আ আস-সাঈদী (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় বনী সালিমার এক লোক তাঁর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! পিতা-মাতার মৃত্যুর পরও কি তাদের প্রতি হক রয়েছে, যা আমি পালন করবো? তিনি বললেন, হ্যাঁ, তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা, তাদের ওয়াদা পূরণ করা, তাদের উভয়ের মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক আছে তা রক্ষা করা এবং তাদের বন্ধুদের সম্মান করা।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫১৪২]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/21136/article-details.html