নামাযে অন্য চিন্তা আসলে নামায নষ্ট হয় কি

প্রশ্ন                                                                                                  

নামাযে দাঁড়ালে বিভিন্ন ধরণের চিন্তা আসে। জানতে চাচ্ছি, উক্ত কারণে নামায নষ্ট হবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামায পড়তে হয় খুশু-খুযুর সাথে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন-

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ  الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

‘সে সব মুমিনরা সফল হয়েছে, যারা তাদের নামাযে খুশু-খুযু অবলম্বন করে থাকে।’ [সূরা মুমিনুন, আয়াত: ১-২]

নামাযে বিভিন্ন ধরণের চিন্তা ভাবনা আসে শয়তানের পক্ষ থেকে। হাদিস শরিফে এসেছে,

عَنْ ‌عَائِشَةَ قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلَاةِ فَقَالَ: ‌هُوَ ‌اخْتِلَاسٌ، ‌يَخْتَلِسُهُ ‌الشَّيْطَانُ ‌مِنْ ‌صَلَاةِ ‌الْعَبْدِ

‘আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে অংশ বিশেষ ছিনিয়ে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৫১]

সুতরাং নামাযে বিভিন্ন চিন্তা আসলেও তাৎক্ষণিক নামাযে মনোযোগ ফিরিয়ে আনতে হবে। তবে উক্ত কারণে নামায নষ্ট হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/20988/article-details.html