ফেরেশতাদের কোনো ছুটি আছে কি

প্রশ্ন                                                                                                  

কেউ কেউ বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও ছুটি দেন। আবার কেউ বলে, রাসূল (সা.)-এর জন্মের দিন ফেরেশতাদের ছুটি দেওয়া হয়েছিল। জানতে চাচ্ছি, তাদের কথা কি সঠিক?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, তাদের কথা সঠিক নয়। বরং আল্লাহ তাআলা তাদেরকে যে কাজের জন্য নিয়োজিত করেছেন, সে কাজেই তারা সর্বদা লিপ্ত আছে। তাদের পানাহার ও বিশ্রামের কোনো প্রয়োজন নেই। কাজেই তাদের ছুটিরও দরকার পড়ে না।

তাছাড়া রাসূল (সা.)-এর জন্মের খুশিতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দু’দিনের ছুটি দিয়েছিলেন- এ ব্যাপারে কিছু বক্তব্য বিভিন্ন বইয়ে পাওয়া গেলেও এ মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা তো দূরের কথা, জাল বর্ণনাও পাওয়া যায় না।

আমাদের কর্তব্য হল, রাসূল (সা.) সম্পর্কে এ জাতীয় ভিত্তিহীন ও মনগড়া কথা বলা থেকে বিরত থাকা। অন্যথায় আমরা রাসূল (সা.)-এর সেই ধমকির অধীনে পড়ে যাব যা রাসূল (সা.) একটি হাদিসে উল্লেখ করেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ

‘আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৯১]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/20972/article-details.html