সাহরী না করলে কি রোযার সওয়াবে ঘাটতি হবে

প্রশ্ন                                                                                                  

সাহরী না করলে কি রোযার সওয়াব কমে যাবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রোযা সহিহ হওয়ার জন্য শর্ত হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে।

রোযা সহিহ হওয়ার জন্য সাহরী খাওয়া শর্ত নয়। সাহরী না খেলেও রোজা হয়ে যাবে। অবশ্য সাহরী খাওয়া সুন্নত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً

‘তোমরা সাহরী খাও। কেননা সাহরীতে বরকত রয়েছে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৯২৩]

সাহরী না খেয়ে রোযা রাখলে শুধু সুন্নত পালন করার সওয়াব থেকে বঞ্চিত হবে। তবে এতে রোযার কোনো ক্ষতি হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/20644/article-details.html