বারবার কুলি করলে কি রোযা ভেঙ্গে যায়

প্রশ্ন                                                                                                  

কেউ যদি তীব্র পিপাসা নিবারণের জন্য রোযা রেখে বারবার কুলি করে তাহলে কি রোযা ভেঙ্গে যাবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শুধু কুলি করার দ্বারা রোযার কোনো ক্ষতি হয় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) এক সাহাবিকে লক্ষ্য করে বলেন-

أَرَأَيْتَ لَوْ تَمَضْمَضْتَ بِمَاءٍ وَأَنْتَ صَائِمٌ قُلْتُ لَا بَأْسَ بِذَلِكَ

‘আচ্ছা, যদি তুমি রোযা অবস্থায় কুলি কর তাহলে কি রোযার কোন সমস্যা হবে? তিনি উত্তর দেন: না, তাতে তো কোন সমস্যা নেই।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১৩৮]

তবে লক্ষ্য রাখতে হবে, পানি যেন গলায় চলে না যায়।

উল্লেখ্য, রোযা রেখে কেউ যদি তীব্র পিপাসায় কষ্ট করে তাহলে উক্ত কারণে সে বেশি সওয়াবের অধিকারী হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই উত্তম হল বারবার কুলি না করা।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/20586/article-details.html