রবি ও বুধবারে সহবাসে কি কোনো ক্ষতি হয়

প্রশ্ন                                                                                                  

আমাদের গ্রামে বলে থাকে, রবি ও বুধবারে সহবাস করলে নাকি যে সন্তান গর্ভে আসবে তার চরিত্র খারাপ হয়। জানতে চাচ্ছি, কথাটা কতটুকু সঠিক?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সহবাসের নিষিদ্ধ সময় ছাড়া যেকোনো সময় সহবাস করা যাবে। এ ব্যাপারে শরিয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

‘অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন।’ [সূরা বাকারা, আয়াত: ২২২]

সহবাসের নিষিদ্ধ সময় হল, স্ত্রীর হায়েজ নেফাস চলাকালে, রমজানের দিনের বেলা এবং হজ্ব ও উমরার ইহরাম অবস্থায়। এ তিন সময় ছাড়া দিনে রাতে যেকোনো সময় সহবাস করা যাবে।

কাজেই রবি ও বুধবার সহবাস করলে সন্তানের চরিত্র নষ্ট হবে- এটা একটা কুসংস্কার। এ জাতীয় কুসংস্কারে বিশ্বাস করা থেকে বিরত থাকা জরুরি।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/20532/article-details.html