অমুসলিমের দেওয়া কাপড় পরে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন                                                                                                  

আমার এক খৃস্টান বন্ধু আমাকে একটি টি-শার্ট দিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত টি-শার্ট পরিধান করে নামাজ পড়া যাবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিধর্মীদের বৈধ ও হালাল বস্তুর হাদিয়া গ্রহণ করা বৈধ। রাসূল (সা.) বিধর্মীদের হাদিয়া গ্রহণ করেছেন। হাদিস শরিফে এসেছে,

আবু হুমাইদ আল-সাঈদি বলেন: ‘আমি নবী (সা.) এর সাথে তাবুক যুদ্ধ করেছি। আয়লা-র বাদশা নবী (সা.)কে একটি সাদা রঙের খচ্চর উপহার দিয়েছেন এবং তাকে একটি চাদর দিয়েছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ২৯৯০]

কাজেই উক্ত টি-শার্ট যদি পবিত্র হয়ে থাকে তাহলে তা পরিধান করে নামাজ পড়তে কোনো সমস্যা নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/20243/article-details.html