কুরআনের মলাট হিসেবে চামড়া ব্যবহার করা যাবে কি

প্রশ্ন                                                                                                  

কোনো প্রাণির চামড়া কুরআনের মলাট হিসেবে ব্যবহার করা যাবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মানুষ ও শূকরের চামড়া ছাড়া অন্য যেকোনো প্রাণির চামড়া দাবাগাত করার দ্বারা পবিত্র হয়ে যায়। হাদিস শরিফে এসেছে-

 حَدَّثَنِي ابْنُ وَعْلَةَ السَّبَئِيُّ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ فَيَأْتِينَا الْمَجُوسُ بِالأَسْقِيَةِ فِيهَا الْمَاءُ وَالْوَدَكُ فَقَالَ اشْرَبْ.‏ فَقُلْتُ أَرَأْىٌ تَرَاهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ دِبَاغُهُ طَهُورُهُ ‏

‘ইবনু ওয়ালা আস-সাবাঈ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে জিজ্ঞেস করলাম যে, আমরা মাগরিবে (পশ্চিমাঞ্চল) থাকি। সেখানে আমাদের কাছে অগ্নিপূজকরা মশক নিয়ে আসে, যাতে পানি এবং চর্বি-জাতীয় পদার্থ থাকে (আমরা সেগুলো ব্যবহার করব কি?)। তিনি বললেন, তা পান করে নাও। আমি বললাম, এটা কি আপনার নিজের অভিমত? ইবনে আব্বাস (রা.) বললেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি যে, ‘চামড়া  দাবাগাত (পরিশোধন) করলেই তা পবিত্র হয়ে যায়।’ [সহিহ মুসলিম হাদিস: ৭০২]

কাজেই ভালোভাবে যদি দাবাগাত করা হয় তাহলে উক্ত চামড়া কুরআনের মলাট হিসেবে ব্যবহার করতে কোনো সমস্যা নেই।

তাবয়ীনুল হাকায়েক ১/২৫; আল বাহরুর রায়েক ১/২৪৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/20215/article-details.html