মুমিন গুনাহগার ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো দলিল আছে কি

প্রশ্ন                                                                                                  

মুমিন গুনাহগার ব্যক্তি জাহান্নাম থেকে যে জান্নাতে যাবে- এ সম্পর্কে কুরআনের কোনো আয়াত আছে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মুমিন গুনাহগার ব্যক্তি পরবর্তীতে যে জান্নাতে যাবে- এ সম্পর্কে কুরআনে স্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। তবে একাধিক আয়াতে এ ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ (١٠٦) خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِمَا يُرِيدُ

‘অতঃপর যারা হয়েছে দুর্ভাগা, তারা থাকবে আগুনে। সেখানে থাকবে তাদের চীৎকার ও আর্তনাদ। তারা অনন্তকাল সেখানে থাকবে, যে পর্যন্ত আসমান ও যমীন স্থায়ী থাকে। তবে যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে ভিন্ন কথা; নিশ্চয়ই তোমার প্রতিপালক যা কিছু চান তা তিনি পূর্ণরূপে সমাধা করতে পারেন।’ [সূরা হূদ, আয়াত: ১০৬-১০৭]

উক্ত আয়াত থেকে বুঝা যাচ্ছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই গুনাহগার মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করতে পারেন।

অন্য আয়াতে ইরশাদ হচ্ছে,

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ

‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করেন।’ [সূরা নিসা, আয়াত: ১১৬]

এই আয়াত থেকেও বুঝা যাচ্ছে, আল্লাহ তাআলা শিরক ছাড়া বাকি সব গুনাহ ক্ষমা করে দিবেন।

সুতরাং উক্ত আয়াতদ্বয় থেকে বুঝা যাচ্ছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই গুনাহগার মুমিনদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। তবে সহিহ হাদিস দ্বারা উক্ত বিষয়টি প্রমাণিত। কাজেই এ ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/20040/article-details.html

বিষয়সমূহ