হ্যালোইন পালন বৈধ কি

প্রশ্ন                                                                                                  

প্রতি বছর বিশ্বব্যাপী হ্যালোইন উৎসব পালিত হয়জানতে চাচ্ছি, উক্ত উৎসবে অংশগ্রহণ করা যাবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলামি শরিয়তে মৌলিক উৎসব দু’টি। ঈদুল ফিতর ও ঈদুল আযহা। হ্যালোইন নামে কোনো উৎসব ইসলামে নেই। হাদিস শরিফে এসেছে,

عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ ‏ مَا هَذَانِ الْيَوْمَانِ ‏.‏ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ‏‏ إِنَّ اللهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ

‘আনাস ইবনে মালিক (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) মদীনাতে এসে দেখেন, মদীনাবাসীরা নির্দিষ্ট দু’টি দিনে খেলাধুলা ও আনন্দ করে থাকে। রাসূল (সা.) জিজ্ঞেস করলেন, এ দু’টি দিন কিসের? সকলেই বললো, জাহিলী যুগে আমরা এ দু’দিন খেলাধুলা করতাম। রাসূল (সা.) বললেন, মহান আল্লাহ তোমাদের এ দু’দিনের পরিবর্তে উত্তম দু’টি দিন দান করেছেন। তা হলো, ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১১৩৪]

তাছাড়া এটি বিজাতীয় সংস্কৃতি। আর বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা শরিয়তে নিষেধ। কাজেই হ্যালোইন উৎসবে অংশগ্রহণ শরিয়তের দৃষ্টিতে অবৈধ।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/19872/article-details.html