বধিরের সালামের উত্তর দিবে কীভাবে
প্রশ্ন
বধির যদি সালাম দেয় তাহলে তার সালামের উত্তর দিবে কীভাবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বধির যদি সালাম দেয় তাহলে তার সালামের উত্তর মুখে দিয়ে সাথে হাতে ইশারা করেও বুঝিয়ে দিবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন- وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ‘যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তোমরা জবাব দাও তার চেয়ে উত্তম পন্থায় অথবা উত্তরে তাই বল।’ [সূরা নিসা, আয়াত: ৮৬] আদ্দুররুল মুখতার ৬/৪১৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৩; আলমুহীতুল বুরহানী ৮/১৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19848&preview=true