ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়া জায়েয আছে কি

প্রশ্ন                                                                                                  

আমরা কয়েক বন্ধু মিলে একটু টুর্নামেন্ট ছাড়তে চাচ্ছি। ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এটা কি জায়েয হবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বর্তমানে প্রচলিত টুর্নামেন্টগুলোতে বেশি কিছু সমস্যা থাকে। যেমন জুয়া ইত্যাদি। তাছাড়া এ ধরনের টুর্নামেন্টগুলোতে আরও গর্হিত কাজ হয়। যেমন বিপুল পরিমাণ সময় ও অর্থ অপচয় হয়। এগুলোর পিছনে পড়ে মানুষ নামাজ ত্যাগ করে। তাই এ ধরনের জুয়া সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত হওয়া কিছুতেই জায়েয হবে না। জামে তিরমিযি, হাদিস: ১৬৩৭; রদ্দুল মুহতার ৬/৪০২; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/৪৩৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19838&preview=true