মাইকে মৃতের সংবাদ প্রচার করা কি নিষেধ

প্রশ্ন                                                                                                  

আমাদের এলাকায় প্রচলিত আছে যে, মৃতের সংবাদ মাইকে প্রচার করা যাবে না। এটা নিষেধ। জানতে চাচ্ছি, আসলেই কি এ ব্যাপারে শরিয়তের কোনো নিষেধাজ্ঞা আছে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীকে মৃত্যুসংবাদ জানানো মুস্তাহাব। প্রয়োজনে মৃত্যুর সংবাদ মাইকেও প্রচার করা যাবে। এক্ষেত্রে নারী পুরুষের মাঝেও বিধানগত কোনো তারতম্য নেই।

সুতরাং কোনো মৃতের সংবাদ মাইকে প্রচার করা যাবে না- এ কথাটি সঠিক নয়। শরিয়তে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। তবে লক্ষ্য রাখতে হবে যেন, প্রচার-প্রসারের করতে গিয়ে জানাজা ও দাফন বিলম্বিত না হয়ে যায়। কারণ, অযথা জানাযা ও দাফন বিলম্ব করা মাকরূহ।

ফাতাওয়া হিন্দিয়া ১/২১৮; রদ্দুল মুহতার ৩/৯৭; বাদায়েউস সানায়ে ২/২২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/19762/article-details.html