ইচ্ছাকৃত বমি করার কারণে কি রোজা ভঙ্গ হবে
প্রশ্ন
যদি কেউ রমজানে ইচ্ছাকৃত বমি করে তাহলে কি তার রোজা ভঙ্গ হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইচ্ছাকৃত বমি করলে এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। এর জন্য পরবর্তীতে রোজাটি কাযা করতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- من ذرعه القيء فليس عليه قضاء ومن استقاء عمدا فليقض রোযা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে তা কাযা করতে হবে না। কিন্তু ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাযা করে নেয়। [জামে তিরমিযি, হাদিস: ৭২০] কিতাবুল আসল ২/২০২; আলমুহীতুল বুরহানী ৩/৩২৬আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19628&preview=true