শাশুড়িকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন                                                                                                  

আমাদের এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। এক মহিলার স্বামী নেই। তার মেয়েকে জনৈক ব্যক্তির কাছে বিবাহ দিয়েছে। কিন্তু ঘটনাক্রমে ঐ মেয়ে কিছু দিন পর মারা যায়। তারপর থেকে মেয়ের জামাই শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। ব্যভিচার করেনি। তবে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছে। তারা কি একে অপরকে বিয়ে করতে পারবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, স্ত্রীর মা তথা শাশুড়ি চিরস্থায়ীভাবে মাহরাম। স্ত্রী মারা গেলেও তিনি মাহরাম থেকে বের হয়ে যান না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন- حُرِّمَتۡ عَلَیۡکُمۡ اُمَّهٰتُکُمۡ وَ بَنٰتُکُمۡ وَ اَخَوٰتُکُمۡ وَ عَمّٰتُکُمۡ وَ خٰلٰتُکُمۡ وَ بَنٰتُ الۡاَخِ وَ بَنٰتُ الۡاُخۡتِ وَ اُمَّهٰتُکُمُ الّٰتِیۡۤ اَرۡضَعۡنَکُمۡ وَ اَخَوٰتُکُمۡ مِّنَ الرَّضَاعَۃِ وَ اُمَّهٰتُ نِسَآئِکُمۡ ‘তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজীদেরকে, ভাগ্নীদেরকে, তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে, তোমাদের শাশুড়িদেরকে।’ [সূরা নিসা, আয়াত: ২৩] তাই তাদেরকে তাওবা ইস্তেগফার করে হারাম সম্পর্ক থেকে দূরে সরে যেতে হবে। বাদায়েউস সানায়ে ২/৫৩১; রদ্দুল মুহতার ৩/২৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19578&preview=true