নিম্নস্বরের নামাজে সূরা ফাতেহার প্রথম দুই আয়াত জোরে পড়লে কি সাহু সেজদা আবশ্যক হবে

প্রশ্ন                                                                                                  

আমি এক মসজিদের ইমাম। গতকাল আসরের নামাজে আমি সূরা ফাতেহার প্রথম দুই আয়াত জোরে পড়ে ফেলি। সাহু সেজদাও দেইনি। আমার জানামতে এ ক্ষেত্রে সাহু সেজদা দেওয়া জরুরি নয়। তারপরও নিশ্চিত হওয়ার জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি।

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আপনার জানা ঠিক আছে। নিম্নস্বরের নামাজে সূরা ফাতেহার এক দুই আয়াত জোরে পড়ে ফেললে এর জন্য সাহু সেজদা আবশ্যক হয় না। হাদিস শরিফে এসেছে- عن أبي قتادة قال كان رسول الله صلى الله عليه و سلم يصلي بنا فيقرأ في الظهر والعصر في الركعتين الأوليين بفاتحة الكتاب وسورتين ويسمعنا الآية أحيانا আবু কাতাদা (রা.) বলেন, রাসূল (সা.) আমাদেরকে নামাজ পড়াতেন। তিনি জোহর ও আসরের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহা ও দুটি সূরা পড়তেন। কখনো কখনো আমাদেরকে আয়াত শুনাতেন। [সহিহ মুসলিম, হাদিস: ৪৫১] রদ্দুল মুহতার ২/৮২; ফাতহুল কাদীর ১/৪৪১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19451&preview=true