ছবি তোলা থেকে বাঁচার জন্য হজ্ব না করে থাকা যাবে কি
প্রশ্ন
একজন পর্দানশীন নারী হজ্ব ফরজ হলেও ছবি তুলতে হবে এবং তার ছবি পরপুরুষ দেখবে এ জন্য পাসপোর্ট করছেন না এবং হজ্বেও যেতে পারছেন না। এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পর্দা যেমন আল্লাহর বিধান তেমনি হজ্বও আল্লাহর বিধান। এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন- وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ্ব করা ফরজ, যে সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭] যেহেতু বর্তমানে হজ্বে যাওয়ার জন্য ছবি তুলতে বাধ্য তাই এ ক্ষেত্রে ছবি তোলার কারণে তার উপর দায়-দায়িত্ব বর্তাবে না। তাই যার উপর হজ্ব ফরজ তিনি এ ওজরের কারণে হজ্ব থেকে বিরত থাকতে পারবেন না। আল বাহরুর রায়েক ৩/৬০; আদ্দুররুল মুখতার ২/৫৯৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19395&preview=true