হিন্দুর সালামের উত্তর কী হবে
প্রশ্ন
কোন হিন্দু যদি সালাম দেয় তাহলে কীভাবে উত্তর দিব?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হিন্দুরা সালাম দিলে তার উত্তরে কেবল ওয়ালাইকুম বলবে। কারণ হাদিস শরিফে এমনটির আদেশ দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে- عن أنس أن أصحاب النبي صلى الله عليه و سلم قالوا للنبي صلى الله عليه و سلم إن أهل الكتاب يسلمون علينا فكيف نرد عليهم ؟ قال قولوا وعليكم আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, কয়েকজন সাহাবী আল্লাহর রাসূল (সা.)-এর নিকট আরয করলেন, আহলে কিতাব আমাদেরকে সালাম দিয়ে থাকে। আমরা তাদেরকে কীভাবে এর উত্তর দিব? তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, তোমরা ‘‘ওয়া আলাইকুম’’ বলবে। সহিহ মুসলিম, হাদিস: ২১৬৩ খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৪; আলবাহরুর রায়েক ৮/২০৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19383&preview=true