কোন ভাল কাজকে ছোট মনে কর না- এটি কি হাদিস
প্রশ্ন
আমাদের স্কুলের দেওযালে লেখা রয়েছে ‘কোন ভাল কাজকে ছোট মনে কর না। আলহাদিস’। আসলে কি বিষয়টি হাদিসে আছে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বিষয়টি হাদিসে রয়েছে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল (সা.) বলেন- لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق কোনো পুণ্যকাজকে নগণ্য ভেবো না। যদিও তা তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করার মতো নেক কাজ হোক। [সহিহ মুসলিম, হাদিস: ২৬২৬]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19352&preview=true