স্বামী স্ত্রী এক সাথে গোসল করতে কোন সমস্যা আছে কি
প্রশ্ন
আমি নতুন বিবাহ করেছি। আমি জানতে চাচ্ছি, স্বামী স্ত্রী একসাথে গোসল করতে কোন সমস্যা আছে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী-স্ত্রী একসাথে গোসল করতে কোন সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে- أن رسول الله صلى الله عليه و سلم اغتسل هو وميمونة من إناء واحد في قصعة فيها أثر العجين রাসূল (সা.) এবং মাইমুনা (রা.) একই পাত্র থেকে গোসল করেছেন, তাতে খামিরের মিশ্রণ ছিল। [সুনানে নাসায়ি, হাদিস: ২৪০]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19296&preview=true