ইমপোর্টকৃত মালের যাকাত আদায়ের ক্ষেত্রে কোন মূল্য ধরবে
প্রশ্ন
আমি বিদেশ থেকে মাল ইমপোর্ট করে দেশে বিক্রি করি। আমি যাকাত আদায়ের সময় কোন মূল্য ধরব?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নেসাবের মালিক হলে তার উপর যাকাত ফরজ। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন- وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং রুকূকারীদের সাথে রুকূ কর। [সুরা বাকারা, আয়াত: ৪৩] আপনার উপর যদি যাকাত ফরজ হয় তাহলে আপনি যাকাত আদায়ের দিন ইমপোর্টকৃত মালের ক্ষেত্রে দেশের পাইকারি বাজারের বিক্রয় মূল্য হিসেব করবেন। আদ্দুররুল মুখতার ২/২৮৬, ২/৩০৩; আলবাহরুর রায়েক ২/২২২, ২/২২৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৬৫আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19289&preview=true