রুকু অবস্থায় দৃষ্টি কোন দিকে থাকবে

প্রশ্ন                                                                                                  

নামাজে রুকু অবস্থায় দৃষ্টি কোন দিকে নিবদ্ধ রাখবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামাজ অবস্থায় এদিক সেদিক তাকানো নিষেধ। হাদিস শরিফে এসেছে,

عَنْ ‌عَائِشَةَ قَالَتْ: «سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلَاةِ فَقَالَ: ‌هُوَ ‌اخْتِلَاسٌ، ‌يَخْتَلِسُهُ ‌الشَّيْطَانُ ‌مِنْ ‌صَلَاةِ ‌الْعَبْدِ

‘আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে নামাজে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার নামাজ হতে অংশ বিশেষ ছিনিয়ে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৫১]

নামাজে খুশুখুজু ধরে রাখার জন্য দৃষ্টি কোন দিকে নিবদ্ধ রাখবে তা নিয়ে ফুকাহায়ে কেরামের মাঝে মতভেদ আছে। ইমাম আবু হানীফা (রা.)-এর মতে নামাজে রুকু অবস্থায় দুই পায়ের মাঝে দৃষ্টি নিবদ্ধ রাখবে।

কাজেই রুকু অবস্থায় দুই পায়ের মাঝে দৃষ্টি নিবদ্ধ রাখবে। তবে কেউ যদি সেজদার স্থানে রাখে তাহলেও জায়েয আছে।

কিতাবুল মাবসুত ১/২৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/19217/article-details.html