মুখে মুখে বোন ডাকলে তার সাথে পর্দা করতে হবে কি

প্রশ্ন                                                                                                  

এক নারীকে জনৈক ব্যক্তি মুখে মুখে বোন ডেকেছে। উক্ত নারী জানতে চাচ্ছে, সেই ব্যক্তির সাথে তার পর্দা করতে হবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মুখে মুখে বোন ডাকার দ্বারা কোনো গাইরে মাহরাম ব্যক্তি মাহরাম হয়ে যায় না। আর গাইরে মাহরাম প্রতিটি ব্যক্তির সাথে পর্দা করা ফরজ। সর্বাবস্থায় তা পালনীয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

‘হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বল, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ [সূরা আহযাব, আয়াত: ৫৯]

আরেক আয়াতে ইরশাদ হয়েছে,

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ

‘ঈমান আনয়নকারিনী নারীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে।’ [সূরা নূর, আয়াত: ৩১]

সুতরাং উক্ত নারীকে সেই ব্যক্তির সাথে পর্দা করতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/19181/article-details.html