পিলের মাধ্যমে গর্ভপাত করলে ইদ্দত শেষ হয়ে যাবে কি

প্রশ্ন                                                                                                  

আমার এক আত্মীয়া গর্ভবতী ছিল। কোনো এক কারণে তার স্বামী তাকে তালাক দেয়। এ সংবাদ শুনে সে পিল খেয়ে গর্ভপাত করে ফেলে। জানতে চাচ্ছি, উক্ত কারণে তার ইদ্দত পূর্ণ হবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্বাভাবিক অবস্থায় গর্ভপাত করা ইসলামে নিষিদ্ধ।

আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-

وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ

‘তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করে ফেল না।’ [সূরা ইসরা, আয়াত: ৩১]

কাজেই আপনার সে আত্মীয়ার জন্য গর্ভপাত করা বৈধ হয়নি।

তবে উক্ত কারণে ইদ্দত পূর্ণ হওয়ার বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। যদি তার গর্ভস্থ ভ্রুণের অঙ্গ প্রত্যঙ্গ না হয়ে থাকে তাহলে ভ্রুণ নষ্ট করার দ্বারা ইদ্দত পূর্ণ হবে না। বরং তিন হায়েযের মাধ্যমে ইদ্দত পূর্ণ করতে হবে।

আর যদি গর্ভস্থ ভ্রুণের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে থাকে এবং তাতে প্রাণের সঞ্চার হয়ে থাকে তাহলে ভ্রুণ নষ্ট করার দ্বারা ইদ্দত পূর্ণ হয়ে যাবে। নতুন করে ইদ্দত পালন করার কোনো প্রয়োজন নেই।

হাদিস শরিফে এসেছে, তালাকপ্রাপ্তা নারী এবং যার স্বামী মারা গিয়েছে এমন নারী সম্পর্কে তাবেয়ী হারেস (রহ.) বলেন,

‘উক্ত নারী যদি গর্ভপাত করে ফেললে তার সন্তানের কিছু অঙ্গ প্রত্যঙ্গ যদি প্রকাশিত হয় তাহলে সে অন্য স্বামীর জন্য হালাল হয়ে যাবে (ইদ্দত পূর্ণ হয়ে যাবে)।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৯২৭৮]

আদ্দুররুল মুখতার ১/১৭৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/19148/article-details.html