ছেলের ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক কি তার পিতা হবে
প্রশ্ন
এক ব্যক্তি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে। সে পরিবারে বাবা-মায়ের সাথে একসাথে থাকে। ঘরের খরচও দেয়। তার বাবাও ঘরের খরচ দেয়। ছেলেটির বাবা কি এই ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি ব্যবসা প্রতিষ্ঠানটি ছেলেরই মালিকানাধীন হয়ে থাকে, তাহলে এর লাভ-লোকসানের মালিক ছেলেই হবে। বাবা-মায়ের সাথে থাকার কারণে বাবা তার প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবে না। তবে যদিও এর পরিপূর্ণ মালিক ছেলেই তারপরও এরমাঝে বাবার এক ধরনের হক আছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- أَنْتَ وَمَالُكَ لأَبِيكَ ‘তুমি ও তোমার সম্পদ তোমার পিতার জন্য।’ [সুনানে কুবরা, বাইহাকি, হাদিস: ১৬১৬৬] রদ্দুল মুহতার ৪/৩২৫; মাজাল্লাতু আহকামিল আদলিয়াহ, মাদ্দাহ : ১৩৯৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18910&preview=true