সুগন্ধি ব্যবহার করে নারীরা জনসম্মুখে বের হতে পারবে কি
প্রশ্ন
নারীরা বিভিন্ন প্রয়োজনে বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করলে কি কোনো অসুবিধা আছে? দলিল সহকারে জানতে চাই।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী এবং মাহরাম ব্যতীত অন্য কোনো পুরুষের অবস্থানে কিংবা কোন উম্নুক্তস্থানে নারীদের জন্য শরীরে বা কাপড়ে সুগন্ধি ব্যবহার করে বের হওয়া সম্পূর্ণ হারাম। এ প্রসঙ্গে কয়েকটি সহিহ হাদিস উল্লেখ করা হলঃ- ১। আবু মুসা আল-আশআরী (রা.) থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ(সা.) বলেছেন: “যে নারী সুগন্ধি মেখে (পুরুষ) জনসমষ্টির পাশ দিয়ে গমন করে যাতে করে তার সুগন্ধি তাদের নাকে লাগে, সে নারী ব্যভিচারী।” [সুনানুন নাসায়ি,হাদিস: ৫১২৬] ২। যয়নব আল-সাকাফিয়্যা (রা.) থেকে বর্ণিত আছে যে, নবী (সা.) বলেন: “যদি তোমাদের কেউ (সম্বোধন নারীকে) মসজিদে আসতে চায় সে যেন সুগন্ধি স্পর্শ না করে”। [সহিহ মুসলিম,হাদিস: ৪৪৩] ৩। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ(স.) বলেছেন: “যে নারী ধূপ দ্বারা সুবাসিত হয়েছে, সে যেন আমাদের সাথে শেষ-এশার নামাযে হাযির না হয়”। [সহিহ মুসলিম] ৪। আবু হুরায়রা (রা.) সম্পর্কে মুসা বিন ইয়াসার বর্ণনা করেন, “এক নারী তাঁর পাশ দিয়ে যাচ্ছিল যার শরির থেকে তীব্র সুঘ্রাণ আসছিল। তখন তিনি বললেন: ওহে পরাক্রমশালীর বান্দী, তুমি কি মসজিদে যেতে চাও? মহিলাটি বলল: হ্যাঁ। তিনি বললেন: মসজিদে যাওয়ার জন্যই সুগন্ধি মেখেছ? মহিলাটি বলল: হ্যাঁ। তিনি বললেন: তবে তুমি ফিরে যাও এবং গোসল কর। কারণ আমি রাসূলুল্লাহ (সা.)কে বলতে শুনেছি: “যে নারী তীব্র সুঘ্রাণ নিয়ে মসজিদে আসবে আল্লাহতার নামায কবুল করবেন না; যতক্ষণ না সে নারী বাড়ীতে ফিরে গিয়ে গোসল করে আসে।”আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1278/article-details.html