মাকরুহ ওয়াক্তে তাওয়াফের নামাজ না পড়ে একাধিক তাওয়াফ করা যাবে কি

প্রশ্ন                                                                                                  

মাকরুহ ওয়াক্তে তো তাওয়াফের নামাজ পড়তে পারব না। তো ঐ সময়ে যদি আমি কয়েকটি তাওয়াফ করি পরে একসাথে নামাজ পড়ে নিই তাহলে কি তা করতে পারব?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

তাওয়াফের পর দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব। হাদিস শরিফে এসেছে, রাসূলে কারিম (সা.) যখনই তাওয়াফ শেষ করতেন দুই রাকাত নামায পড়ে নিতেন। [মুসান্নাফে আবদুর রাযযাক ৫/৫৯] তবে যেহেতু মাকরুহ ওয়াক্তে নামাজ পড়া যায় না সেহেতু আপনি ঐ সময়ে কয়েকটি তাওয়াফ একসাথে করে মাকরুহ ওয়াক্ত শেষ হওয়ার পর একসাথে নামাজগুলো পড়ে নিতে পারবেন। রদ্দুল মুহতার ২/৪৯৯; তাবয়ীনুল হাকায়েক ২/২৭৬;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18855&preview=true