মান্নতের ইতেকাফে কি রোজা রাখা জরুরি
প্রশ্ন
আমি মান্নত করেছিলাম যে, চার দিন ইতেকাফ করব। এখন এই ইতেকাফ করার জন্য কি আমাকে রোজাও রাখতে হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মান্নত ইতেকাফের জন্যও রোজা রাখতে হয়। হাদিস শরিফে এসেছে- عَنْ عَلِيٍّ ، قَالَ : لاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ. আলী (রা.) বলেন, রোজা ছাড়া ইতেকাফ হয় না। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৭১২] তাই আপনাকেও এ সময় রোজা রাখতে হবে। আলবাহরুর রায়েক ২/৩০০; বাদায়েউস সানায়ে ২/২৭৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18853&preview=true