পশুর কী কী দোষ থাকলে তা দিয়ে কুরবানি আদায় করা যাবে না          

প্রশ্ন                                                                                                         

কুরবানির পশুর কী কী দোষ থাকলে তা দিয়ে কুরবানি আদায় করা যাবে না? বিস্তারিত জানতে চাই।

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

মোট ৯ ধরনের দোষ রয়েছেযেগুলোর কোনো একটি পশুর মধ্যে থাকলে তা দিয়ে কুরবানি আদায় হবে না। ১। পশু যদি এত দুর্বল ও রুগ্ন হয় যে, সে তার জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তাহলে তা দ্বারা কুরবানি আদায় করা যাবে না। ২। পশুর শিং যদি  গোড়া থেকে একেবারে ভেঙ্গে যায়, তাহলে সে পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না।  ৩। পশুর একটি চোখ যদি পুরো অন্ধ হয়ে যায় অথবা চোখের তিন ভাগের এক ভাগের বেশি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, তাহলে সে পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না।   ৪। পশুর যদি কোন দাঁত না থাকে কিংবা এত কম পরিমাণ থাকে যে, তা দিয়ে খাবার চিবিয়ে খাওয়া সম্ভব না, তাহলে সে পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না।  ৫। পশুর লেজ বা কোনো একটি কানের এক তৃতীয়াংশ বা এর বেশি যদি কাটা থাকে কিংবা জন্মগতভাবেই না থাকে, তাহলে সে পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না।    ৬। পশু যদি তিন পায়ে ভর দিয়ে চলে, অর্থাৎ যে কোনো একটি পা মাটিতে রাখতে পারে না অথবা তা দিয়ে ভর দিতে পারে না, তাহলে সে পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না।    ৭। পশু যদি এমন শুষ্ক হয় যে , তার হাড়ের মগজও শুকিয়ে গিয়েছে, তাহলে সে পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না।     ৮। পশুর গায়ে দাদ বা চুলকানির কারনে যদি গোশতে পচন ধরে, তাহলে সে পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না।    ৯। পশু যদি এত বেশি পাগল হয় যে, ঘাষ পানি দিলে খায় না বা মাঠে চড়ে না, তাহলে সে পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না।  ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৭-২৯৮, রদ্দুল মুহতার ৬/৩২৩-৩২৪, বাদায়েউস সানায়ে ৪/২১৪-২১৪, ফাতাওয়া রহীমিয়া ১০/৪৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

 

উত্তর দিচ্ছেন:

. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1263/article-details.html