রাসূল (সা.) এর বিবাহের মোহর কত ছিল
প্রশ্ন
জানতে চাই, রাসূল (সা.) এর বিবাহের মোহর কত ছিল?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর স্ত্রীদের স্বাভাবিক মোহর ছিল সাড়ে বার উকিয়া। হাদিস শরিফে এসেছে, মুহাম্মাদ ইবনে ইবরাহিম বর্ণনা করেন- كان صداق بنات رسول الله صلى الله عليه وسلم ونسائه خمس مائة درهم اثني عشر أوقية ونصفا রাসূল (সা.) এর মেয়ে ও স্ত্রীগণের মোহর ছিল ৫০০ দিরহাম। [তাবাকাতে ইবনে সাদ ৮/২২] তবে উম্মে হাবীবা (রা.) এর মোহর আরও অনেক বেশি ছিল। তার মোহর ছিল ৪০০০ দিরহাম। আর সেটি পরিশোধ করেছিলেন বাদশা নাজাশী। হাদিস শরিফে এসেছে- عَنِ الزُّهْرِىِّ أَنَّ النَّجَاشِىَّ زَوَّجَ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِى سُفْيَانَ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى صَدَاقٍ أَرْبَعَةِ آلاَفِ دِرْهَمٍ যুহরী (রহ.) বলেন, বাদশাহ নাজাশী উম্মে হাবীবা বিনতে আবু সুফিয়ান (রা.)কে চার হাজার দিরহাম মোহরে রাসূল (সা.) এর কাছে বিবাহ দেন। [সুনানে আবু দাউদ, হাদিস: ২১১০]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18679&preview=true