সর্বনিম্ন মোহর কত
প্রশ্ন
বিবাহের সময় সর্বনিম্ন কত টাকা মোহর হতে পারে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিবাহের সময় সর্বনিম্ন দশ দিরহাম মোহর নির্ধারণ করতে হবে। হাদিস শরিফে এসেছে, আলী (রা.) বলেন- لاَ مَهْرَ أَقُلَّ مِنْ عَشْرَةِ دَرَاهِمَ ‘দশ দিরহামের নিচে কোন মোহর নেই।’ [সুনানে কুবরা, বাইহাকি, হাদিস: ১৪৭৭৭] তাই বিবাহের সময় কমপক্ষে এ পরিমাণ মোহর নির্ধারণ করতে হবে। শরহু মুখতাসারিত তাহাবী ৪/৩৯৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18600&preview=true