সুদী ব্যাংকে চাকরি করে পেনশন নেওয়া যাবে কি
প্রশ্ন
আমার চাচা সরকারী ব্যাংকের ম্যানেজার ছিলেন। তিনি এখন রিটায়ার্ড করেছেন। তার জন্য কি পেনশন নেওয়া জায়েয হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুদী ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করা কিছুতেই বৈধ নয়। কারণ ইসলামে সুদ আদান-প্রদান এবং সুদের সাথে সংশ্লিষ্টতা রাখা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে- عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন : “যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। [মুসনাদে আহমাদ, হাদিস: ৩৮০৯] যেহেতু এখানে তার মূল কাজটিই বৈধ ছিল না সেহেতু এ চাকরির পেনশনও তার জন্য বৈধ হবে না।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18598&preview=true