হজ্বে সায়ী করার জন্য পবিত্র থাকা শর্ত
প্রশ্ন
সায়ী করার সময় কি পবিত্র থাকা জরুরি? দয়া করে দ্রুত জানালে উপকৃত হব।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সায়ী করার জন্য পবিত্র থাকা শর্ত নয়। হাদিস শরিফে এসেছে- عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : إذَا طَافَتْ بِالْبَيْتِ ، ثُمَّ حَاضَتْ قَبْلَ أَنْ تَسْعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ، فَلْتَسْعَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ. ইবনে উমর (রা.) বলেন, তাওয়াফে যিয়ারত আদায়ের পর সায়ীর পূর্বে কোনো মহিলার হায়েয এসে গেলে সে যেন (এ অবস্থায়) সাফা-মারওয়ার সায়ী করে নেয়। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৫৮৩] বাদায়েউস সানায়ে ২/৩১৯; আলমাবসূত, সারাখসী ৪/৫১আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18472&preview=true