নামাজের সময় বাকি থাকতে যদি স্রাব শুরু হয় তাহলে কি ঐ নামাজ পড়া লাগবে
প্রশ্ন
নামাজের সময় বাকি থাকতে যদি স্রাব শুরু হয় তাহলে কি ঐ নামাজ পড়া লাগবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, নামাজের সময় বাকি থাকতে যদি স্রাব শুরু হয় তাহলে ঐ নামাজ পড়া লাগবে না। হাদিস শরিফে এসেছে, ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন, নামাজের সময়ের মধ্যে কোনো মহিলার অপবিত্রতা শুরু হলে ঐ নামাজ তাকে কাযা করতে হবে না। [কিতাবুল আছার ১/৮৪] ফাতহুল কাদীর ১/১৫২; আলবাহরুর রায়েক ১/২০৫; রদ্দুল মুহতার ১/২৯১আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18556&preview=true