শয়তান কি মুআল্লিমুল মালাইকাহ ছিল

প্রশ্ন                                                                                                  

এক ওয়াজে শুনেছি, শয়তান মুআল্লিমুল মালাইকাহ ছিল। এটা কি আসলে ঠিক আছে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শয়তান মুআল্লিমুল মালাইকাহ বা ফেরেশতাদের শিক্ষক ছিল কিনা, এ বিষয়টি কুরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং এটি একটি ভিত্তিহীন কথা। এ সকল ভিত্তিহীন রেওয়ায়েতের ব্যাপারে ইবনে কাসীর (রহ.) তার তাফসীর গ্রন্থে লিখেন, ‌وَقَدْ ‌رُوِيَ ‌فِي ‌هَذَا ‌آثَارٌ ‌كَثِيرَةٌ ‌عَنِ ‌السَّلَفِ، وَغَالِبُهَا مِنَ الْإِسْرَائِيلِيَّاتِ الَّتِي تُنْقَلُ لِيُنْظَرَ فِيهَا، وَاللَّهُ أَعْلَمُ بِحَالِ كَثِيرٍ مِنْهَا، وَمِنْهَا مَا قَدْ يُقْطَعُ بِكَذِبِهِ لِمُخَالَفَتِهِ لِلْحَقِّ الَّذِي بِأَيْدِينَا، وَفِي الْقُرْآنِ غُنْيَةٌ عَنْ كُلِّ مَا عَدَاهُ مِنَ الْأَخْبَارِ الْمُتَقَدِّمَةِ لِأَنَّهَا لَا تَكَادُ تَخْلُو مِنْ تَبْدِيلٍ وَزِيَادَةٍ وَنُقْصَانٍ، وَقَدْ وُضِعَ فِيهَا أَشْيَاءٌ كَثِيرَةٌ ‘সলফে সালেহিন থেকে এ জাতীয় আরো অনেক ঘটনা বর্ণিত আছে। যেগুলোর অধিকাংশই ইসরাঈলী রেওয়ায়েত। এগুলোর সঠিক অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলোর মাঝে এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর মিথ্যা হওয়ার ব্যাপারে নিশ্চিতভাবেই বলা যায়, যেহেতু সেগুলো প্রমাণিত বিষয়ের বিপরীত। এক্ষেত্রে কুরআনের বর্ণনাই আমাদের জন্য যথেষ্ট। পূর্বের কিতাবগুলোর আমাদের প্রয়োজন নেই। কেননা সেগুলো পরিবর্তন পরিবর্ধন ও কমবেশ করা থেকে মুক্ত নয়। সেগুলোতে অনেক বানোয়াট কথাও যুক্ত রয়েছে।’ [তাফসীরে ইবনে কাসীর ৫/১৫২] কাজেই এসকল অমূলক কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আলামুল জিন্নি ওয়াশ শায়াতীন পৃ. ১৭-১৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18654&preview=true

বিষয়সমূহ