বিবাহের মোহর পরিশোধ করার পূর্বে কি আমি স্ত্রীর সাথে রাত্রিযাপন করা যাবে কি
প্রশ্ন
আমি নতুন বিবাহ করতে যাচ্ছি। আমার জানার বিষয় হল, বিবাহের মোহর পরিশোধ করার পূর্বে কি আমি স্ত্রীর সাথে রাত্রিযাপন করতে পারব? এক্ষেত্রে স্ত্রী আমাকে বাধা দিতে পারবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিবাহের মোহর স্ত্রীর অধিকার। তাই মোহরে পরিশোধ করার পূর্বে স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারবেন কিনা এটি সম্পূর্ণ স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। তিনি যদি আপনাকে অনুমতি প্রদান করেন তাহলে আপনি তার সাথে রাত্রি যাপন করতে পারবেন, আর অনুমতি না দিলে পারবেন না। মোহর ছাড়া স্ত্রী যদি স্বামীকে একবার অনুমতি প্রদান করে দেয় তাহলে এই অনুমতি সবসময়ের জন্য বহাল থাকবে। অর্থাৎ পরবর্তীতে স্ত্রী আর কখনো বাধা প্রদান করতে পারবে না। এক্ষেত্রে স্বামীর জিম্মায় মোহর ঋণ হিসেবে বাকি থেকে যাবে। স্বামী যদি তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামী অপরাধী সাব্যস্ত হবে। তাই যতদ্রুত সম্ভব দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া জরুরি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, অর্থ: ‘সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ শর্ত যা পূরণ করা জরুরি, তা হল সেই বস্ত্ত যার দ্বারা তোমরা (স্ত্রীদের) গুপ্তাঙ্গ হালাল করে থাক।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪১৮] পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا অর্থ: আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। [সূরা আন-নিসা, আয়াত: ৪] فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا অর্থ: অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে, তাকে তার নির্ধারিত হক (মোহর) প্রদান কর। তোমাদের কোনো গোনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে (নির্দিষ্ট পরিমান সময় বিলম্বে) সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ। [সূরা আন-নিসা, আয়াতঃ ২৪] وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ অর্থ: ‘তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না।’ [সূরা আল-মুমতাহিনা, আয়ত: ১০]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1202/article-details.html