বিবাহের রুকন কয়টি

প্রশ্ন                                                                                                         

বিবাহের রুকন কয়টি? 

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিবাহের রুকন ৩ টি। ক) পাত্র-পাত্রী একে অপরের জন্য ইসলামের দৃষ্টিতে বিবাহের জন্য বৈধ হওয়া। উদাহরণস্বরূপ: পাত্র-পাত্রী পরস্পর মাহরাম না হওয়া কিংবা পাত্র-পাত্রীর কোনো একজন অমুসলিম না হওয়া, ইত্যাদি। খ) ইজাব করা বা প্রস্তাব দেওয়া: বিয়ের এই প্রস্তাব পাত্রের পক্ষ থেকেও হতে পারে কিংবা পাত্রীর পক্ষ থেকেও হতে পারে। যেমন- পাত্রকে লক্ষ্য করে বলা যেতে পারে “আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম” অথবা এ ধরনের অন্য কোনো কথা। )কবুল করা বা গ্রহণ করা: যে পক্ষ প্রস্তাব করবে তার বিপরীত পক্ষ প্রস্তাব গ্রহণ করবে। যেমন- বর বলতে পারেন, “আমি গ্রহণ করলাম” অথবা এ ধরনের অন্য কোনো কথা।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

  উত্তর দিচ্ছেন: . মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1230/article-details.html