সরকারি টেক্স ফাঁকি দেওয়া পণ্য কেনা কি জায়েয
প্রশ্ন
যে সকল বিদেশী পণ্য সরকারের শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় সেগুলো ক্রয় করা যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সরকারি শুল্ক ফাঁকি দিয়ে যে সকল বিদেশী পণ্য আমদানি করা হয় সেগুলো ক্রয় করা নাজায়েয হবে না। তবে সরকারের দৃষ্টিতে এ কাজটি আইনত দন্ডনীয় অপরাধ তাই এ ধরনের পণ্য ক্রয় না করার মাঝেই সতর্কতা রয়েছে। কারণ, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ‘নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৫] তাকমিলাতু ফাতহুল মুলহিম ৩/৩২৩-৩২৪; রদ্দুল মুহতার ৬/৩৯৯আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18374&preview=true