মক্কা বিজয়ের সময় রাসূল (সা.) এর মাথায় কোন রঙের পাগড়ি ছিল
প্রশ্ন
আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হল, মক্কা বিজয়ের সময় রাসূল (সা.) এর মাথায় কোন রঙের পাগড়ি ছিল?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মক্কা বিজয়ের সময় রাসূল (সা.) এর মাথায় কারো রঙের পাগড়ি ছিল। হাদিস শরিফে এসেছে- عن جابر بن عبدالله الأنصاري أن رسول الله صلى الله عليه و سلم دخل مكة ( وقال قتيبة دخل يوم فتح مكة ) وعليه عمامة سوداء জাবির (রা.) বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা.) (মক্কায়) প্রবেশ করলেন। তখন তাঁর মাথায় কালো পাগড়ি ছিল। [সহিহ মুসলিম, হাদিস: ১৩৫৮]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18292&preview=true