নাজাশি করার জন্য টাকা নেওয়া যাবে কি
প্রশ্ন
কুরবানির সময় গরুর হাঁটে গরু বেপারীদের সাথে আমি চুক্তি করি যে, কাস্টমার আসলে কাস্টমার সেজে গরুর মূল্য বাড়িয়ে বলব যেন মূল কাস্টমার বেশি দামে কিনতে উদ্বুদ্ধ হয়। এর বিনিময়ে আমি তাদের থেকে টাকা নিই। এমন করা কি আমার জন্য জায়েয আছে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত কাজটি সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসে তা থেকে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ‘নাজাশ’ থেকে নিষেধ করেছেন। [সহিহ বুখারি, হাদিস: ২১৪২] এই হাদিসে নাজাশ মানে হল, ক্রয়ের উদ্দেশ্য ছাড়াই পণ্যের মূল্য বাড়িয়ে বলা, যেন ক্রেতা বেশি দামে ক্রয় করে। তাই আপনি যদি এর জন্য টাকা নেন তাহলে তা ঘুষ হিসেবে বিবেচিত হবে। তাকমিলা ফাতহুল মুলহিম ১/৩২৭; হেদায়া ৩/৬৬আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/18190/article-details.html