তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কুরআনিক দলিল কী
প্রশ্ন
আমি শুনেছি, দুই তালাক পর্যন্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়। আমার প্রশ্ন হল, এ সম্পর্কে কুরআনের কোনো আয়াত আছে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এক বা দুই তালাকে রেজয়ী দেওয়া হলে স্বামী তার স্ত্রীকে ইদ্দতের মাঝে ফিরিয়ে নিতে পারে। এ ব্যাপারে কুরআনের আয়াত বিদ্যমান রয়েছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ ‘তালাক দু’বার। অতঃপর বিধি মোতাবেক রেখে দেবে কিংবা সুন্দরভাবে ছেড়ে দেবে।’ [সূরা বাকারা, আয়াত: ২২৯] এছাড়া বিষয়টি হাদিস দ্বারাও প্রমাণিত। হেদায়া ২/৩৯৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/18170/article-details.html