এক কাতারের জন্য শুধু একজন থাকলে কী করবে
প্রশ্ন
আমি একদিন মসজিদে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে। সামনের কাতারে ফাঁকা না থাকায় দ্বিতীয় কাতারে আমি একাই দাঁড়াই। আমার প্রশ্ন হল, সেই মুহূর্তে আমার করণীয় কী ছিল?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সামনের কাতার ফিলাপ হয়ে গেলে করণীয় হল, অপর আরেকজন মুসল্লী আসার জন্য অপেক্ষা করবে। আসলে দুইজনে মিলে পিছনের কাতারে দাঁড়াবে। যদি ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে কোনো মুসল্লী না আসে তাহলে সামনের কাতার থেকে একজন মুসল্লীকে ইশারার মাধ্যমে পিছনে আসতে বলবে। তবে শর্ত হল, উক্ত মুসল্লীর এই মাসআলাটি জানা থাকতে হবে। কিন্তু যদি মাসআলা জানা না থাকে এবং আশংকা হয় যে, তাকে পিছনে আসতে বললে সে তার নামাজ ভেঙ্গে ফেলবে তাহলে একাই পিছনের কাতারে দাঁড়িয়ে যাবে। রদ্দুল মুহতার ২/৩১০; ফাতহুল ক্বাদীর ১/৩৫৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/18094/article-details.html