ইজাব-কবুল না করে শুধু কাবিননামায় লেখার দ্বারা কি বিবাহ হয়

প্রশ্ন                                                                                                  

আমার এক বন্ধু লুকিয়ে বিবাহ করেছে। কাজী এনে শুধু কাবিননামা পূরণ করেছে। কিন্তু মৌখিকভাবে কোন ইজাব-কবুল করেনি। তার কি বিবাহ সহিহ হয়েছে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইজাব-কবুল না করলে শুধু কাবিননামা পূরণের দ্বারা বিবাহ সংঘটিত হয় না। তাই আনার বন্ধুর বিবাহ সহিহ হয়নি। তারা ‍দুজনের একসাথে থাকা, দেখা-সাক্ষাত করা সবগুলো কাজেই তাদের গুনাহ হচ্ছে। সুতরাং এখনই তাদেরকে পৃথক হয়ে যেতে হবে এবং চাইলে নতুন করে শরয়ী পন্থায় বিবাহ করতে হবে। সাথে সাথে পূর্বে কৃতকর্মের জন্য তাওবা ও ইস্তেগফার করতে হবে। ফাতহুল কাদীর ৩/১০২; রদ্দুল মুহতার ৩/, ২২৭, ১২; আলবাহরুর রায়েক ৩/৮৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/18076/article-details.html