ঈদের দিন নতুন কাপড় পরা কি জরুরি
প্রশ্ন
ঈদের দিন নতুন কাপড় পরা কি জরুরি? আমার যদি নতুন কাপড় না থাকে তাহলে আমি কী করব?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাদের সামর্থ্য আছে তাদের জন্য ঈদের দিন নতুন কাপড় পরা মুস্তাহাব। আর যাদের নতুন কাপড়ের ব্যবস্থা করার সামর্থ্য নেই তারা তাদের পুরনো কাপড়গুলোই পরিষ্কার করে পড়বে। হাদিস শরিফে এসেছে- عن ابن عباس قال:كان رسول الله صلى الله عليه و سلم يلبس يوم العيد بردة حمراء ‘রাসূল (সা.) ঈদের দিন লাল চাদর পরতেন।’ [তাবারানী আওসাত, মাযমাউয যাওয়ায়েদ, হাদিস: ৩২০৮] যাদুল মাআদ ১/২৬৪, রদ্দুল মুহতার ২/১৬৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17962/article-details.html