কোন দিক থেকে কাপড় পরিধান করবে
প্রশ্ন
কাপড় পরিধান করার সময় কোন দিক থেকে কাপড় পরিধান করবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাপড় পরিধান করার সময় ডান দিককে প্রাধান্য দিবে। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا لبستم وإذا توضأتم فابدؤوا بميامنكم ‘যখন তোমরা কোনো কিছু পরিধান করবে তখন ডান দিক থেকে শুরু করবে।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ১০৯০]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17964/article-details.html