ইমাম আবু হানীফা (রহ.) কেমন টুপি পরতেন
প্রশ্ন
আমাদের ইমাম আবু হানীফা (রহ.) কেমন টুপি পরতেন? তার টুপি কী ধরনের ছিল?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমাম আবু হানীফা (রহ.) উঁচা টুপি পরতেন। فدعا بطويلته، فلبسها আর ‘তাওয়ীলাহ’ বলা হয় একটু উঁচা টুপিকে। আলইনতিকা, পৃ: ৩২৬আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17950/article-details.html