সর্ব প্রথম কোন যুদ্ধে রাসূল (সা.) অংশগ্রহণ করেছিলেন

প্রশ্ন                                                                                                  

সর্ব প্রথম কোন যুদ্ধে রাসূল (সা.) অংশগ্রহণ করেছিলেন? তার নাম কি ছিল?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রাসূল (সা.) সর্বপ্রথম যে যুদ্ধে অংশগ্রহণ করেন তার নাম ছিল গাযওয়ায়ে ওদ্দান। এর অপর নাম গাযওয়ায়ে আবওয়া। রাসূল (সা.) কুরাইশ ও বনু যামরার সন্ধানে ওদ্দান গিয়ে উপস্থিত হন। বনু যামরা রাসূল (সা.) এর সাথে সন্ধিতে আবদ্ধ হয়। এ অভিযানে কারো সঙ্গে মোকাবেলা হয়নি। রাসূল (সা.) নিরাপদে মদিনায় ফিরে আসেন। ইবনে হিশাম বলেন, এটাই ছিল রাসূল (সা.) এর প্রত্যক্ষ অংশগ্রহণে সংঘটিত প্রথম যুদ্ধাভিযান। [সিরাতে ইবনেহিশাম ২/২৩৩; ফাতহুল বারি ৭/২৭৯; উমদাতুল কারি ১৭/৭৩]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17923/article-details.html