গোঁফে পানি লাগলে কি তা নাপাক হয়ে যায়
প্রশ্ন
অনেকে বলে থাকে, পানি পান করার সময় গোঁফে পানি লাগলে তা নাপাক হয়ে যায়। আমি জানতে চাচ্ছি, এ কথার কি কোনো ভিত্তি আছে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসে গোঁফ ছোট করার কথা বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন, انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى ‘তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি বড় রাখবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৯৩] এই হাদিসের অর্থ এই নয় যে, গোঁফ নাপাক। বরং গোঁফ পাক। কাজেই তাতে পানি লাগলে তা নাপাক হবে না।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17885/article-details.html