জানাযার নামাজের কাতার বেজোড় করা কি জরুরি

প্রশ্ন                                                                                                  

কিছুদিন আগে আমাদের এলাকায় একটি জানাযার নামাজের সময় এলাকার একজন মেম্বার বলেন, জানাযার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি। তখন তিনি উপস্থিত লোকদেরকে নিয়ে কাতার সংখ্যা বেজোড় বানিয়ে নামাজ আদায় করেন। আমার প্রশ্ন হল, জানাযার নামাজে কাতার সংখ্যা বেজোড় হওয়া কি জরুরি? বেজোড় না হলে কি নামাজ হবে না?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জানাযার নামাজে তিন কাতার করা উত্তম। হাদিস শরিফে এসেছে, عَنْ مَالِكِ بْنِ هُبَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيُصَلِّي عَلَيْهِ ثَلَاثَةُ صُفُوفٍ مِنَ الْمُسْلِمِينَ، إِلَّا أَوْجَبَ، قَالَ: فَكَانَ مَالِكٌ إِذَا اسْتَقَلَّ أَهْلَ الْجَنَازَةِ جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ لِلْحَدِيثِ ‘মালিক ইবনে হুবায়রাহ (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, কেউ মারা গেলে এবং মুসলিমদের তিন কাতার লোক তার জানাযা পড়লে (আল্লাহ তার জন্য জান্নাত) ওয়াজিব করে দেন। বর্ণনাকারী বলেন, এ কারণে মালিক (রা.) জানাযায় লোক সংখ্যা কম হলে তাদেরকে তিন কাতারে বিভক্ত করতেন, এ হাদিস মোতাবেক আমলের উদ্দেশ্যে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩১৬৬] তবে এই হাদিসের অর্থ এই নয় যে, জানাযার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি। বরং হাদিসটেতে বলা হয়েছে যে, সর্বনিম্ন তিন কাতার করা উত্তম। এর বেশি হলে কোনো সমস্যা নেই। সেটা জোড়ও হতে পারে আবার বেজোড়ও হতে পারে। কাজেই জানাযার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি, এভাবে জোর দিয়ে বলা ঠিক নয়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/17887/article-details.html